রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেডের পরিচালক হলেন নোবিপ্রবি উপাচার্য

বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪

 

 

আবদুল বাসেদ নোয়াখালী জেলা প্রতিনিধি

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেডের (আরপিজিসিএল) পরিচালনা পর্ষদের পরিচালক পদে মনোনয়ন পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। মঙ্গলবার (২৬ নভেম্বর ২০২৪) বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ প্রেরিত এক পত্রে এ মনোনয়ন বিষয়ে জানানো হয়।

 

প্রসঙ্গত, আরপিজিসিএল রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) আওতাধীন পরিচালিত একটি বৃহৎ গ্যাস কোম্পানি যা তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে। প্রতিষ্ঠানটি এলএনজি সংক্রান্ত টার্মিনাল ডেভেলপমেন্ট, এলএনজি আমদানি, রিগ্যাসিফাই ও জাতীয় গ্রিডে আরএলএনজি সরবরাহকরণ, এনজিএল ও কনডেনসেট প্রসেসিং ও বিপণনসহ কনডেনসেট হ্যান্ডলিংসহ সিএনজিতে রূপান্তর সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।