।। শাহনাজ পারভীন মিতা ।।
সুখ দুঃখ দুটি নদী বহমান
রেললাইন বহে সমান্তরাল,
কত প্রাপ্তি ,সংবর্ধনা ,উল্লাস
নিরবে যে রক্তক্ষরণ ,স্বাভিমান।
জীবন শুধুই স্রোতধারা
পদ্মা ,মেঘনা ,যমুনার মত ঝরনাধারা,
কখনও উত্তাল সাগরের জলে
মিশে যায় মোহনায় সেই তটিনীতে।
কখনও ক্ষীণ থেকে ক্ষীণকায়
মরুর বুকে শুধুই পথ হারায় ।
সুখের ফল্গুধারায়
কখনওবা অবিরাম উচ্ছাসে
ফুল ফুটায় ক্যাকটাসে ।
রাত গভীরের দুঃখগুলো
খুঁজে ফেরে জীবন পথে পথে,
দীর্ঘশ্বাস নিরব নিভৃতে
গভীর অনুরণন জলতরঙ্গে,
অন্ধকার রাস্তায় অতৃপ্ত আত্মায়
শব্দে শব্দে বন্ধনে জড়ায় কবিতার মালায়।
নেবে কি তুমি ,তোমার গলে,
কবিতার মালা ভালোবেসে,
দুটি রেলগাড়ি পাশাপাশি
দুটি বগি ছুটে চলছে কাছাকাছি,
দুটি মন পথ হারায়
শান্ত অশান্ত কায়ায়।
যোজন যোজন ব্যবধান
বহে সমান্তরাল ।