রোডমার্চকে ঘিরে খুলনায় বিএনপি’র নেতাকর্মীরা চাঙ্গা

রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৩

জাতির সংবাদ ডটকম : অবিলম্বে সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে দেশব্যাপী রোডমার্চ কর্মসূচির অংশ হিসাবে খুলনা বিভাগে আগামী ২৬ সেপ্টেম্বর পালিত হবে রোডমার্চ কর্মসূচি। কর্মসূচি সফল করতে ইতিমধ্যে বিভাগীয় সমন্বয় সভা করেছে বিএনপি। রোডমার্চ ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এরইমধ্যে খুলনা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দফায় দফায় প্রস্তুতি সভা করছে। পরিকল্পনা নিয়েছে রোডমার্চ শেষে খুলনার জিয়া হল চত্বরে ৫ লক্ষাধিক লোকের জনসমাবেশ ঘটানোর। সমাবেশে জনতার উপস্থিতির মাধ্যমে বর্তমান আওয়ামী সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করবে খুলনা বিভাগ।

রোডমার্চ শেষে খুলনার সমাবেশ সফল করতে বিএনপি নেতাকর্মীরা রাতদিন কাজ করে যাচ্ছে। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে তৈরি করা হচ্ছে বিশাল বিশাল তোরণ। পোস্টার সাটানো ও প্রচারপত্র বিলির কাজ চলছে। আজ রোববার (২৪ সেপ্টেম্বর) থেকে মাইকিং করে প্রচার-প্রচারণায় গোটা খুলনা মুখরিত করে রাখবে দলটি।

 

দলীয় সূত্র জানিয়েছে, রোডমার্চ সফল করতে এবং বর্তমান আওয়ামী সরকারের বিরুদ্ধে অনাস্থা পোষণ করতে সর্বশ্রেণীর জনগণকে উজ্জীবিত করার কাজ হচ্ছে। প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে জেলার তৃণমূল নেতাকর্মীদের কাছে ১০লাখ লিফলেট পৌঁছে গেছে।

বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব মিজানুর রহমান মিলটন বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় এসে জনগণের সক স্বাধীনতাকে হরণ করেছে। আওয়ামী অপশাসনে দেশের জনগণ আজ আর ভালো নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দফায় দফায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। দেশের মানুষ এ সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। দেশের জনগণের সাথে একাত্মতা পোষণ করে অবৈধ সরকারের হাত থেকে দেশ ও দেশের জনগণকে বাঁচাতে বিএনপি রোডমার্চ কর্মসূচি পালন করছে।’

খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, ‘ইতিপূর্বে খুলনা বিভাগীয় গণসমাবেশ ও তারুণ্যের সমাবেশে সাধারণ মানুষের উপস্থিতি প্রমাণ করেছে অবৈধ সরকারের সঙ্গে দেশের মানুষ নেই। আগামী ২৬ তারিখে ৫ লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে।’

তুহিন আরও বলেন, ‘সরকার পতনের একদফা দাবিতে খুলনা বিভাগীয় রোডমার্চকে ঘিরে চাঙ্গা বিএনপি’র তৃণমূলের নেতাকর্মীরা। আগামী ২৬ মার্চ ঝিনাইদহ থেকে শুরু হয়ে ১৬০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে খুলনা নগরীর জিয়া হলের সামনে সমাবেশের মধ্যে দিয়ে কর্মসূচি শেষ হবে।’

 

রোডমার্চকে কেন্দ্র করে ইতিমধ্যে নগরীর প্রবেশ দ্বারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ২ শতাধিক তোরণ, নগরীর যশোর রোড, কেডিএ এভিনিউ, মজিদ স্মরণীসহ দলীয় কার্যালয়ে আলোকসজ্জার কাজ চলছে।

রোডমার্চ সম্পর্কে মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, ‘২৬ সেপ্টেম্বরের রোডমার্চ আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে। অতীতের বিভাগীয় মহাসমাবেশ, তারুণ্যের সমাবেশের চেয়ে জনসমাগম বেশি হবে। বিএনপির আন্দোলনে সাড়া দিয়ে সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছে। আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার চুরি করেছে। জনগণ এবার আর ভোট চুরি করতে দেবে না।