র‍্যাব-৯ এর অভিযানে শায়েস্তাগঞ্জ থেকে একটি এয়ারগান উদ্ধার

রবিবার, জানুয়ারি ১১, ২০২৬

 

হবিগঞ্জ জেলা প্রতিনিধি :
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর অভিযানে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় একটি এয়ারগান উদ্ধার করা হয়েছে।

র‍্যাব সূত্র জানায়, গত ৫ আগস্ট ২০২৪ থেকে অদ্যবধি সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত ধারাবাহিক অভিযানে র‍্যাব-৯ মোট ৩৫টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৪৮৮০ গ্রাম বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ৫০টি এয়ারগান উদ্ধার করেছে।

এসব অভিযানের মাধ্যমে সিলেট বিভাগের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় র‍্যাব-৯ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে রবিবার ১১ জানুয়ারি রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শায়েস্তাগঞ্জ থানাধীন বড়চর এলাকার আকাশমনি গাছের বাগানের ঝোপে একটি এয়ারগান পরিত্যক্ত অবস্থায় থাকতে পারে।

সংবাদ পাওয়ার পর র‍্যাবের আভিযানিক দল রাত দেড় টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালায়। এ সময় ঝোপের ভেতর একটি প্লাস্টিকের বস্তায় রাখা অবস্থায় ১টি এয়ারগান উদ্ধার করা হয়। তবে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

র‍্যাব ধারণা করছে, উদ্ধারকৃত এয়ারগানটি নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে রাখা হতে পারে। এ বিষয়ে র‍্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতি: পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এবিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান,
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত এয়ারগানটি জিডিমূলে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।