লক্ষ্মীপুরে ১০টি দল নিয়ে শুরু হয়েছে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট 

শনিবার, অক্টোবর ২৫, ২০২৫

লক্ষ্মীপুর প্রতিনিধি :

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে লক্ষ্মীপুরে ১০টি দল নিয়ে শুরু হয়েছে জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ইং।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন আগত অতিথিরা।

উদ্বোধনীয় ম্যাচে খেলেন রামগতি উপজেলা বনাম সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা একাদশ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, বিশেষ অতিথি পুলিশ সুপার মো. আক্তার হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামসেদ আলম রানা, রামগতি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমজাদ হোসেন, ক্রীড়া সংগঠক মইন উদ্দিন চৌধুরী কামরু, ক্রীড়া সংগঠক আব্দুর রব শামীম,

সিনিয়র সাংবাদিক আ.হ.ম মোস্তাকুর রহমান ও সাইফুল ইসলাম স্বপন প্রমুখ।

প্রধান অতিথি জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, দীর্ঘ বছর পর এ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট। একটি প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশে খেলাটি আয়োজন করতে পেরে আমি মুগ্ধ। তরুণ প্রজন্ম বর্তমান সময় অধিকাংশ  মাদকাসক্ত। মাদক থেকে তরুণদের ফেরাতে আমাদের এ ফুটবল খেলার আয়োজন করা হয়েছে।

বিশেষ অতিথি পুলিশ সুপার মো. আক্তার হোসেন বলেন, খেলাধুলা হোক আনন্দের। সবাই মিলেমিশে খেলাধুলা উপভোগ করবো। খেলোয়াড়েরা সুশৃঙ্খল হয়ে খেলবে। এ খেলাকে কেন্দ্র করে যেনো কোনরকম বিশৃঙ্খলা না হয়। সেদিকে সবাই সর্তক থাকবো।
উল্লেখ্য: উদ্বোধনীয় ম্যাচে চন্দ্রগঞ্জ থানাকে হারিয়ে রামগতি পৌরসভা বিজয়ী হয়। টাইব্রেকারে রামগতি-৩ গোল, চন্দ্রগঞ্জ-১ গোল।