লিও ক্লাব অব চিটাগাং হিলভিউ : সভাপতি নকিব, সাধারণ সম্পাদক আসিফ

বৃহস্পতিবার, জুন ২২, ২০২৩

 

জাতির সংবাদ ডটকম।।

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব বিশ্বের নানাপ্রান্তে সেবা দিয়ে আসছে৷ বাংলাদেশে এই বৃহৎ সংগঠনের সাসটেইনেবল সমাজসেবা গবেষণাসহ বেশ কার্যক্রম৷ এই সংগঠনটির যুব সংগঠন লিও ক্লাব অব চিটাগং হিলভিউ সাম্প্রতিক সময়ে বেশ কার্যকর ভূমিকা রেখছে এটির মাদার সংগঠন লায়ন ক্লাবের সাফল্য বির্নিমানে৷

 

জানা গেছে সম্প্রতি লিও ক্লাব অব চিটাগাং হিলভিউ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। যেটি স্পন্সর করেছে ‘লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশী’ জেলা ৩১৫, বি৪ বাংলাদেশ।

 

মঙ্গলবার (২০ জুন) লিও ক্লাব অব চিটাগং হিলভিউ ক্লাবের এডভাইজর লায়ন জিনাত কমর রিটা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির আনুষ্ঠানিক ঘোষনা করা হয়।

 

লিও সাজিদ হাসান নকিবকে সভাপতি ও লিও তানভীর হোসেন আসিফকে সাধারণ সম্পাদক ও লিও সজীব দেব নাথকে কোষাধ্যক্ষ করে ২০২৩-২৪ সেবা বর্ষের সামনে রেখে ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

 

কমিটির স্থান পাওয়া আই.পি.পি লিও মোঃ আল মামুন জিসান, ভাইস প্রেসিডেন্ট লিও রাশেদুল ইসলাম ইভন, ভাইস প্রেসিডেন্ট লিও আবিদ ভূঁইয়া, জয়েন্ট সেক্রেটারি (এডমিন) লিও শাহ ইফরাত চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি (প্রজেক্ট) লিও মাইশা মালিহা, জয়েন্ট ট্রেজারার (এডমিন) লিও হৃদয় ভূঁইয়া, জয়েন্ট ট্রেজারার (প্রজেক্ট) লিও ইবনাত সূচী, জয়েন্ট ট্রেজারার লিও ইমতিয়াজ জাওয়াদ, টেমার লিও জুনায়েদ হোসেন, টেইল টুইস্টার লিও মিফতাহুল হোসেন।

 

এছাড়া দায়িত্বে রয়েছেন কালচারাল কো-অর্ডিনেটর লিও অন্তর দে, জয়েন্ট কালচারাল কো-অর্ডিনেটর লিও অমিত দাশ, মেম্বারশিপ চেয়ারপার্সন লিও কামরুল হাসান এবং মিডিয়া কো-অর্ডিনেটর লিও সাজিদ উল্যাহ।

 

দায়িত্বপ্রাপ্ত তরুণ সদস্যরা সংগঠনের কার্যক্রমকে নবউদ্যমে আরও গতিশীল করবেন এমনটাই প্রত্যাশা ক্লাব এডভাইজর ও ডিরেক্টরদের।