শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে গাইবান্ধায় প্রস্তুতিমূলক সভা

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৩

 

সঞ্জয় সাহাঃ অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে গাইবান্ধায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান।
“জেলা প্রশাসক ” অলিউর রহমান” বলেন- মুক্তিযুদ্ধ সম্পর্কে নতুন প্রজন্মকে জানান দিতে এসব প্রগ্রামে শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করতে হবে। তাদের হৃদয় ধারণ করাতে হবে।
সভাটি পরিচালনা করেন – গাইবান্ধা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সুশান্ত কুমার মাহাতো।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন – গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার সি সার্কেল উদয় কুমার সাহা, গাইবান্ধা পৌরসভা প্যানেল মেয়র শহীদ আহমেদ, এনডিসি জুয়েল মিয়া, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড এর ডেপুটি কমান্ডার গৌতম চন্দ্র মোদক, প্রেসক্লাব গাইবান্ধা সভাপতি কে,এম রেজাউল হক, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী মাহমুদা বেগম পারুল, মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক- নার্গিস জাহান, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক জহুরুল কাইয়ুম, গাইবান্ধা সরকারি কলেজের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান শাহীন, দৈনিক জনসংকেত পত্রিকার সম্পাদক দীপক কুমার পাল, সমকালের জেলা প্রতিনিধি উজ্জ্বল চক্রবর্তী, মানবকন্ঠের জেলা প্রতিনিধি এবিএম ছাত্তার।
কর্মসূচির মধ্যে রয়েছে- ২০ ফেব্রুয়ারী দিবাগত রাত ১২ টা ১ মিনিটে গাইবান্ধা পৌরপার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানাতে পুস্পস্তবক অর্পণ। সূর্যোদয়ের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পুস্পস্তবক অর্পণ। সূর্যোদয়ের পর পর বিভিন্ন অফিস আদালত ও ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা। সকাল ১০ টায় তাই জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। বাদ জোহরে বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত। মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা।