শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা হওয়া প্রয়োজন : বাংলাদেশ ন্যাপ মহাসচিব

রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫

মোঃ মোহন আলী।।

‘অতিতের মত চেতনার নামে কেউ যেন দেশকে বিভক্ত করতে না পারে সেই জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ ও জাতির কল্যাণে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে যে কোন মূল্যে সংস্কার কর্মসূচী বাস্তবায়ন করতে হবে। ২৪ এর চেতনায় সংস্কার যদি বাস্তবায়িত না হয় তাহলে জাতি আবারো ফ্যাসীবাদী শাসনের কবলে পড়তে পারে বলে’ মন্তব্য করেছেন বাংলােদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তাফা ভুইয়া।

তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা হওয়া প্রয়োজন। মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে যেভাবে ছেলেখেলা হয়েছে, এমনকি দুর্নীতিও হয়েছে, সে রকম কিছু শহীদ বুদ্ধিজীবীদের তালিকা করার ক্ষেত্রে যদি ঘটে, তাহলে তা হবে খুবই দুঃখজনক।

রবিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোহাম্মদপুর বধ্যভূমিতে ও মীরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ’র শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

ন্যাপ মহাসচিব বলেন, ‘পতিত পরাজিত ফ্যাসিস্ট ও আধিপত্যবাদী শক্তি সম্মিলিতভাবে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের গুপ্ত হত্যার মাধ্যমে দেশেরে পরিস্থিতি ঘোলা করে ফায়দা লুটের চেষ্টা করছে। কিন্তু, তারা ভুলে গেছে গুলি করে তাদের স্তব্ধ করা যাবে না। ফ্যাসীবাদের বিরুদ্ধে জণগনের প্রয়োজনে এক হাদির রক্তের ওপর লক্ষ ওসমান হাদির জন্ম হবে। ভয় দেখিয়ে এ দেশের জনগণকে আবারও পদানত করা যায় না, যাবেও না। ১৯৭১ সালেও দেশের দেশপ্রেমিক বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশেকে পেছনে ফেলে রাখা যায় নাই।’

গোলাম মোস্তফা ভুইয়া আরো বলেন, ‘দুঃখজন হলেও সত্য যে, স্বাধীনতার ৫৪ বছর পরও বুদ্ধিজীবী হত্যার প্রকৃত খুনিদের আজও শনাক্ত করা হয় নাই, নির্ভুল তালিকাও প্রনয়ন করা হয় সাই। বিগত সকল শাসকরা এই বিষয়ে অবহেলা করেছেন। বুদ্ধিজীবী হত্যা সম্পর্কে আমাদের সমাজে নানা রকম তত্ত¡ রয়েছে। এ বিভ্রম থেকে মুক্ত হওয়ার জন্য জ্ঞানী-গুণী বোদ্ধা মানুষকে দিয়ে সরকারকে সরকারকে একটি কমিশন গঠন করতে হবে। এ কমিশনের দায়িত্ব হবে বুদ্ধিজীবী হত্যার নীলনকশা এবং এর বাস্তবায়ন সম্পর্কে সব ধরনের তথ্য আহরণ করে বুদ্ধিজীবী হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটন করা। এ কাজটি না করা হলে জাতি হিসেবে আমরা আমাদের পূর্বপুরুষদের ওপর অবিচার করা হবে। এ অবিচার ভবিষ্যৎ প্রজন্মের প্রতিও সমভাবে করা হবে।’

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপ যুগ্ম মহাসচিব মিতা রহমান, কৃষি ও পল্লী উন্নয়ন সম্পাদক এএফ এম শরিফুল আলম, মহানগর নেতা হাবিবুর রহমান সৈকত, সাব্বির আহমেদ, ফয়জুল কবির প্রমুখ।