শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ড্যাব ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতাল শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫

 

স্টাফ রিপোর্টার:

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে হাসপাতাল অডিটোরিয়ামে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ড্যাব ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতাল শাখার আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ আহসান উল্লাহ।

আরো উপস্থিত ছিলেন ড্যাব ঢাকা ডেন্টাল কলেজ শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডাঃ আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম মহাসচিব ডাঃ জাহিদুল কবির জাহিদ, উপদেষ্টা ডাঃ আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক ডাঃ কামরুল হাসান , সহ-সম্পাদক ডাঃ হারুন, ডাঃ শামীম আহমেদ ,ডাঃ সজীব তরফদারসহ সকল বিভাগীয় প্রধান, শিক্ষক, চিকিৎসক, ছাত্র – ছাত্রী, নার্স, ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ আতিক মাহামুদ।

অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন এবং তাঁদের দেশপ্রেম, ত্যাগ ও অবদানের স্মৃতিচারণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

পাশাপাশি বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আহত ওসমান হাদীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।