
জাতির সংবাদ ডটকম।।
খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বলেছেন, অগনিত প্রাণের কুরবানির বিনিময়ে অর্জিত হয়েছে নতুন স্বাধীনতা। এই স্বাধীনতার সুফল জনতার দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। সজাগ থাকতে হবে ইসলাম দেশ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে। এই অর্জনকে কোনভাবেই ক্ষতিগ্রস্ত করতে দেওয়া যাবে না। ফ্যাসিবাদের পুনর্বাসন রুখতে বিশেষত বিপ্লবের সৈনিকদের ঐক্যবদ্ধ ভূমিকার কোন বিকল্প নেই।
খেলাফত মজলিস ঢাকা জেলা শাখা মজলিসে শুরার সাধারণ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আজ ৩১জানুয়ারি ২০২৫, শুক্রবার সকাল ৯ টায় জেলা মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত মজলিসে শুরার অধিবেশনে ২০২৫-২০২৬ সেশনের জন্য শাখা পুনর্গঠন সম্পন্ন হয়।
অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাহউদ্দিন।
উপস্থিত শুরা সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২০২৬ সেশনের জন্য খেলাফত মজলিস ঢাকা জেলা সভাপতি নির্বাচিত হন শাইখুল হাদীস মুফতী আশরাফ আলী, সাধারণ সম্পাদক নির্বাচিত হন মুফতী আলী আকরাম।
নবগঠিত নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ হলেন-
সহ-সভাপতি প্রফেসর ড. কে এম এনামুল হক, কাজী মাওলানা শামসুল ইসলাম , মোল্লা মুহাম্মদ বাকের, মাওলানা নিজামুদ্দিন মিসবাহ ।
সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবদুল জলিল, আরিফুর রেজা খান মাসুম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক, বায়তুলমাল সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সাকী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আকরামুজ্জামান রাহমানি, সমাজ কল্যাণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা ফজলুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মুহাম্মদ রেজাউল করিম মোল্লা, ওলামা বিষয়ক সম্পাদক মুফতী আতিকুর রহমান, যুব বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আবদুল ওয়াহহাব, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ইবাদুল ইসলাম বাদল, অফিস সম্পাদক হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, তথ্য ও প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক শহীদুল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদিকা ২ জন।
নির্বাহী সদস্য- মাওলানা আবদুল মান্নান সিরাজী, হাফেজ মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা তাজুল ইসলাম।।