
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প “সতেজ শারীরিক ও মানসিক স্বাস্থ্যে” রয়েছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসক। মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার সময় মানসিক সক্ষমতা পরীক্ষায় তিনি পূর্ণ নম্বরও পেয়েছেন।
সোমবার (১৪ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।
খবরে বলা হয়, শুক্রবার ওয়াশিংটন ডিসির একটি হাসপাতালে দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা করান ট্রাম্প। পরে প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক শন বারবাবেলা রবিবার এক বিবৃতিতে জানান, বর্তমানে ট্রাম্পের ওজন ১০১ কেজি (২২৪ পাউন্ড) এবং উচ্চতা ৬ ফুট ২.৫ ইঞ্চি। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তার ওজন ছিল ২৪৩ পাউন্ড, অর্থাৎ তিনি কিছুটা ওজন কমিয়েছেন। প্রেসিডেন্টের ওজন কিছুটা কমলেও তিনি বর্তমানে ওভারওয়েট শ্রেণিতে রয়েছেন, তবে ‘অবস’ নন।
যুক্তরাষ্ট্র নৌবাহিনীর অভিজ্ঞ জরুরি বিভাগীয় চিকিৎসক ডা. শনের বিবৃতিতে আরও বলা হয়, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের হৃদ্যন্ত্র, ফুসফুস, স্নায়ুতন্ত্র ও সামগ্রিক শারীরিক অবস্থা খুবই ভালো। তার সক্রিয় জীবনযাপন এই সুস্থতায় বড় অবদান রাখছে।’
গত বছরের জুলাইয়ে পেনসিলভানিয়ার একটি নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর গুলির চেষ্টা হয়েছিল। সে সময় গুলি তার ডান কান ছুঁয়ে যায়। তার চিকিৎসক জানিয়েছেন, এখনও সেই গুলির আঘাতের চিহ্ন রয়েছে তার কানে, তবে এটি তার স্বাস্থ্য বা শারীরিক সক্ষমতায় প্রভাব ফেলেনি।
বিবিসি জানায়, চিকিৎসা পরীক্ষার অংশ হিসেবে ট্রাম্পকে মন্ট্রিয়াল কগনিটিভ অ্যাসেসমেন্ট (মকা) নামে পরিচিত একটি মানসিক স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হয়—যেখানে তিনি ৩০ স্কোরের মধ্যে ৩০ পেয়েছেন। এই পরীক্ষায় স্মরণশক্তি, মনোযোগ, ভাষা ও চিন্তা-ক্ষমতা মূল্যায়ন করা হয়।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমি সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি। আমার মনে হয় আমি বেশ ভালো অবস্থায় আছি—একটা ভালো হৃদয়, ভালো আত্মা।”
উল্লেখ্য, চলতি বছরের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। ৭৮ বছর বয়সে ডোনাল্ড ট্রাম্প মার্কিন ইতিহাসে সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে দায়িত্ব গ্রহণ করেন। তবে তার পূর্বসূরি জো বাইডেন যখন পদত্যাগ করেন, তখন তার বয়স ছিল ৮২ বছর।
সূত্র: বিবিসি