শাহজাহানপুরে সেলাইমেশিনে ধাক্কা লেগে শিশুর মৃত্যু

শনিবার, এপ্রিল ১৫, ২০২৩

জাতির সংবাদ ডটকম: রাজধানীর উত্তর শাহজাহানপুরের একটি বাসায় খেলা করার সময় মায়ের সেলাইমেশিনের সঙ্গে ধাক্কা লেগে ইবনে ফারহান (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) বেলা ৩টার দিকে উত্তর শাহজাহানপুর আমতলা এলাকার এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক বিকেল সাড়ে ৪টায় মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহত ফারহান আলী ইকরামুল কবির ও আবিদা সুলতানা দম্পতির একমাত্র সন্তান। সে স্থানীয় ন্যাশনাল আইডিয়াল স্কুলের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ছিলো।

শিশুটির মা আবিদা সুলতানা জানান, দুপুরে তিনি শুয়ে ছিলেন। আর অফিসে ছিলেন শিশুটির বাবা। রুমের ভিতর খেলা করছিলো ফারহান। খেলতে খেলতে রুমের একপাশে থাকা সেলাই মেশিনের সঙ্গে ধাক্কা লাগে তার। এতে নাক ও মুখে আঘাত পেয়ে রক্তক্ষরণ হয়। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মো. বাচ্চু মিয়া জানান, স্বজনরা দাবি করছেন, খেলার সময় এই দুর্ঘটনা ঘটেছে। তবে বিস্তারিত তদন্তের জন্য শাহজাহানপুর থানা পুলিশকে জানানো হয়েছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।