নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর পুরান ঢাকাস্থ সূত্রাপুর থানাধীন শিংটোলা পঞ্চায়েত কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল শনিবার (২৫ জানুয়ারি) পঞ্চায়েত ভবনে অনুষ্ঠিত শিংটোলার স্থানীয় বাড়িওয়ালা বাসিন্দারা একত্রিত হয়ে আলোচনার মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করেন।
এর আগে সভায় পূর্বের কমিটি স্থানীয় মুরুব্বিরা আলোচনার মাধ্যমে বিলুপ্তি ঘোষণা করেন।
সভায় উপস্থিতিদের সাক্ষরিত ও সর্বসম্মতি প্রস্তাবে কাজী মফিজুর রহমান কাউসারকে পঞ্চায়েত পরিষদের সভাপতি ও মিজানুর রহমান চৌধুরীকে সাধারণ সম্পাদক মনোনীত করেন। সেই সাথে দ্রুত সময়ে অন্যান্য পদগুলোতেও আলোচনার মাধ্যমে পদবিন্যাস করা হবে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত কমিটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। বিগত সরকারের শাসনামলে এ ব্যাপারে ভয়ে স্থানীয়রা মুখ খুলতে পারেননি। সরকারের পটপরিবর্তনের পর স্থানীয়রা সম্মিলিতভাবে পঞ্চায়েত কমিটিকে পূর্ণবিন্যাসে উদ্যোগী হন।
এ অবস্থায় এলাকার স্থানীয় মুরুব্বিরা একত্রিত হয়ে পঞ্চায়েত কমিটি পুনর্গঠনে এগিয়ে আসেন এবং কমিটি গঠন করেন।
সভায় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো. কে এম রুহুল আলম দাদুল, মো. ফারুক হোসেন, সাংবাদিক নার্গিস জুঁই, মো. কামাল আজম, মো. কে এম আলামিন, মো. সাজ্জাদ কবির অমি, মো. সৈয়দ শাহনেওয়াজ হোসেন প্রমুখ।