শিক্ষার মান উন্নয়ন সভায় নৌকাকে জয়যুক্ত করার অঙ্গীকার শিক্ষকদের 

শুক্রবার, নভেম্বর ১০, ২০২৩

 

 

আবুল কাশেম জামালপুরঃ- 

জামালপুরের ইসলামপুরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১০নভেম্বর) বিকালে জনতা মাঠ প্রাঙ্গণে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি।

 

স্কুল,কলেজের শিক্ষক ও কর্মচারীদের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম, জামালপুর জেলা আইন কলেজের অধ্যক্ষ এডভোকেট আব্দুস সালাম,অধ্যক্ষ জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেস, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক সহ অনেকেই বক্তব্য রাখেন।

 

মতবিনিময় সভায় শিক্ষক বক্তারা বলেন, স্হানীয় সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান এমপি ৪র্থ বারের মতো দলীয় মনোনয়ন পাবেন। আমরা শিক্ষার মান উন্নয়নে আবারও তাকে নৌকা প্রতীকে জয়যুক্ত করবো। মত বিনিময় সভা পরিচালনা করেন,অধ্যক্ষ আব্দুল খালেক আকন্দ।