শহীদ আহমদ খান।।
সিলেট-৬ আসনে দলের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর উদ্যোগে গোলপঞ্জের ভাদেশ্বর এলাকার প্রায় ৫ শ মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষুচিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত ভাদেশ্বর মোকামবাজারস্থ ‘ভাদেশ্বর কুশিয়ারা মেডিকেল ক্লিনিকে’ এই সেবা প্রদান করা হয়।
এ উপলক্ষ্যে দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৬ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বক্তৃতাকালে তিনি বলেন- গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার সর্বসাধারণের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমার অঙ্গীকার। বিএনপি ক্ষমতায় আসলে মানুষের মৌলিক অধিকারগুলো আগে প্রতিষ্ঠিত করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে সহযোগিতা করুন। বিএনপি ক্ষমতায় আসলেই বদলে যাবে আপনাদের দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এস এ রিপন, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাস্টার, সাংগঠনিক সম্পাদক শেখ মিলাদ হোসেন, যুবদল নেতা কামাল আহমদ, ভাদেশ্বর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি আলমগীর হোসেন, ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি শিপন আহমদ ও ছাত্রদল নেতা শিমুল আহমদ প্রমুখ।
এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে গোলাপগঞ্জের বরায়া এলাকার হাজিপুর আইডিয়াল উচ্চবিদ্যালয়ে কৃর্তী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এসময় তিনি বলেন- আজকের শিক্ষার্থীরাই একসময় দেশের হাল ধরবে। তাই সঠিকভাবে পড়ালেখা করতে তবে। অযথা মোবাইল ফোন ব্যবহার থেকে দূরে থাকতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে। এতে শরীর-মন দুটোই সুস্থ থাকে।
তিনি আরও বলেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়াই প্রথম মেয়েদের বিনাবেতনে প্রাইমারি ও মাধ্যমিকে পড়ালেখার সুযোগ করে দিয়েছিলেন। বিএনপি যতবারই ক্ষমতায় গিয়েছে, শিক্ষাখাতে বেশি বরাদ্দ দিয়েছে। আগামীতেও এর ব্যতিক্রম হবে না। আপনারা আমাকে জনপ্রিতিনিধি নির্বাচিত করলে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারেও শিক্ষাখাতে বেশি বরাদ্দ নিয়ে আসবো। দুই উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত অভূতপূর্ব উন্নয়ন হবে ইনশা আল্লাহ।
হাজিপুর আইডিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক মিয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুর রাজ্জাকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজিপুর আইডিয়াল উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আজমল হোসেন চৌধুরী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আক্তার হোসেন চৌধুরী, বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ আব্দুল মালেক, ম্যানেজিং কমিটির সদস্য লায়েক আহমদ ও গোলাপগঞ্জ উপজেলা বিএনপি নেতা নজরুল ইসলাম।
এছাড়া শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- রাহাত আহমদ, রাজু আহমদ, শিমু বেগম, রেশমা আক্তার রেবা, হোসাইন আহমদ, ইয়াসমিন আক্তার ও আফিফা আক্তার।
আলোচনা শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।