আসলাম ইকবালঃ
‘সুন্দরের তীর্থ পথে শতবর্ষ পরেও তাহারে আমার পরম পাথেয় মানি’ শিরোনামে বাংলাদেশ শিল্পকলার জাতীয় নাট্য শালায় পদাতিক নাট্য সংসদ আয়োজিত ১২ মে থেকে ১৮ মে ২০২৩ সপ্তাহব্যাপী সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শুক্রবার বিকেলে নাট্যোশালায় উদ্বোধন করা হয়। ভাষা সৈনিক বিশিষ্ট শিক্ষাবিদ ও পদাতিক নাট্য সংসদের আজীবন সভাপতি সৈয়দ বদরুদ্দীন হোসাইন এর জন্মশত বর্ষ উপলক্ষ্যে এই নাট্যোউৎসবে জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন মাননীয় সমাজকল্যান মন্ত্রী ও সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, নাট্যজন ম. হামিদ, মামুনুর রশীদ ও আসাদুজ্জামান নুর এমপি। অনুষ্ঠানের সভাপতি ছিলেন উৎসব উদযাপন পরিষদ-এর আহবায়ক ও পদাতিক নাট্য সংসদের সভাপতি সৈয়দ তাসনীন হোসাইন তনু।
নাট্যোৎসবে উদ্বোধনের পর নাট্যাঙ্গনে বিশেষ অবদানের জন্য ৪ জনকে স্মারক সম্মাননা-২০২২-২৩ প্রদান করা হয়। এতে অভিনেতা তারিক আনাম খান, সংগঠন ও নির্দেক দেব প্রসাদ দেবনাথ দুলাল, প্রয়াত মাসুম আজিজ ও প্রয়াত মেকাপম্যান বঙ্গজিৎ দত্তকে সম্মাননা দেওয়া হয়। পরে সুরঙ্গম নাট্যদল, নৈশদ্বো ৭১’ নাটক মঞ্চস্থ করেন। উৎসব প্রাঙ্গনে প্রতিদিন বিকাল ৪টায় পথ নাটক, আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করা হচ্ছে। একই সাথে তিনটি হলে উৎসবঃ নাট্যশালা মিলনায়তন, এক্সপেরিমেন্টাল হল ও স্টুডিও থিয়েটার হলে নাটক চলছে। উৎসবে অংশ নেয়া দলগুলিঃ লোকনাট্য দল, প্রাচ্যনাট, নাট্যকেন্দ্র, পদাতিক নাট্য সংসদ, আরন্যক নাট্যদল, ঢাকা পদাতিক, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, শব্দ নাট্যচর্চা কেন্দ্র, বটতলা, নাট্যম রেপার্টরি, থিয়েটার ফ্যাক্টরি, মাক্স থেটার, টেন্থ প্লানেট থিয়েটার গ্রুপ (ভারত), কসবা অর্ঘ (ভারত), চাকদাহ নাট্যজন(ভারত), বাগুইআটি নৃত্য মন্দির(ভারত), টেন্থ প্ল্যানেট থিয়েটার গ্রুপ। ছবি সংগ্রহঃ মোস্তাফিজ মিন্টু।