
শহীদ আহমদ খান, সিলেট জেলা প্রতিনিধি।।
শিশুদের চোখ দিয়ে বড়রা যখন বিশ্বকে দেখবে পৃথিবীটা হবে ফুলেল বাগান। গত ৬ অক্টোবর থেকে শুরু করে ১৪ অক্টোবর ৯ দিন ব্যাপী শিশুদের নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সিলেট জেলা প্রশাসন ও শিশু একাডেমি সিলেট। সমাপনী দিনে ১৪ অক্টোবর মঙ্গলবার বিকেল সারে চারটায় প্রথম দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানে শুরুতেই আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর দলগত আবৃত্তি ও সংগীত পরিবেশন করে।
ঐশিকার সঞ্চালনে মুক্তাক্ষরের সদস্যরা দলগত পরিবেশন করে নুপুর, রিদান, স্বপ্ন, সৃজন, স্রেষ্ঠ, তাইবা, সানিয়া, সাবা, সিনথিয়া ও স্নেহা। সংগীতে নির্দেশনা দেন মুক্তাক্ষরের সংগীত প্রশিক্ষক শ্রুতি সরকার। আমন্ত্রিত সকল সংগঠনকে অনুষ্ঠােেনর শেষে সংগঠনের শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।