শীতার্তদের মাঝে মনোহরগঞ্জ প্রেসক্লাবে শীতবস্ত্র বিতরণ

শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬

 

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা।।

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মনোহরগঞ্জ প্রেসক্লাব।
শুক্রবার (৯ জানুয়ারী ) উপজেলার সদরে শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু ইউসুফের, সহ সভাপতি আবুল কালাম আজাদ, আবুল খায়ের, সাধারণ সম্পাদক আহসান উল্লাহ, দৈনিক আমাদের সময় প্রতিনিধি আবদুর রহিম, অহিদুর রহমান, আবদুল কাইয়ুম, কালের কন্ঠ প্রতিনিধি শাহাদাত হোসেন, ফিরোজ আলম, আলমগীর হোসেন, আলমগীর হায়দার, দৈনিক গণমুক্তির প্রতিনিধি আবদুল ওহাব মিলন, দৈনিক জনদর্পণ প্রতিনিধি আনোয়ার হোসেন, মোঃ সহিদ উল্লাহ, জামানা টিভির প্রতিনিধি ইমরান হোসেন।
বক্তারা বলেন – শীত মৌসুমে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের কষ্ট লাঘবে সাংবাদিকগণ  সবসময় আন্তরিকভাবে কাজ করছেন। অসহায় দরিদ্র মানুষেরা যেন শীতে কষ্ট না পায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।