হবিগঞ্জ জেলা প্রতিনিধি :
তীব্র শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শীত মৌসুমে মানবিক দায়িত্ববোধ থেকে হবিগঞ্জ জেলার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী।
রবিবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ১৭ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে হবিগঞ্জ জেলা স্টেডিয়ামে এ মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া— মেজর জেনারেল মোঃ আলীমুল আমীন, এসইউপি, এনডিসি, পিএসসি, এমফিল।
এ সময় শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে এক হাজারটি শীতবস্ত্র বিতরণ করা হয় এবং পাশাপাশি আর্থিক সহায়তাও প্রদান করা হয়। অনুষ্ঠানে সিলেট অঞ্চলের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, চলমান শীত মৌসুমে সিলেট বিভাগের অন্যান্য জেলাতেও শীতার্ত মানুষের মাঝে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনী জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাবে বলে জানানো হয়।