মহান বিজয় দিবস উপলক্ষে শেকৃবি ছাত্রদলের বিজয় র‍্যালি অনুষ্ঠিত

মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

 

স্টাফ রিপোর্টার:
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়াতাবাদী ছাত্রদলের ঘোষিত কর্মসুচীর অংশ হিসাবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা কর্মীদের উদ্যোগে সকাল ১১ টায় একটি বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচিতে ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং সেকেন্ড গেটে গিয়ে মিছিলটি শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো: ফরহাদ হোসেন, মো: মেসবাউল আলম, মারুফুর রহমান, মো: সোআইব ইসলাম,
মো: মোরসালিন খন্দকার অনিক, তাকরীম তাসওয়ার, সাদমান সাকিব, নোমান, ফুয়াদ হাসান, মারুফ হাসান , আতিক ও রেদোয়ানুলসহ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মী ও সাধারন শিক্ষার্থীরা।