।। হাসনা হেনা সুইটি ।।
প্রিয় সুধী আসলামুআলাইকুম। আমার জীবনের কিছু বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরলাম। মাননীয় প্রধানমন্ত্রী কৃষক রত্ন জননেত্রী শেখ হাসিনাকে তৃণমূলের নেতাকর্মী যতটা আবেগে আবৃত্ত হয়ে ভালোবাসে এতটা অনেক সিনিয়র নেতাই বাসে না। তৃণমূলের কর্মীদের কোন চাওয়া পাওয়া নেই নেতার নির্দেশে রাজপথে মিছিল করে মিটিং করে জ্বালাও পুরাও অগ্নি সন্ত্রাস এর বিরুদ্ধে প্রতিবাদ করে। আর দিনশেষ সেই কর্মী নেতার কাছে নির্যাতিত লাঞ্ছিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী কৃষক রত্ন জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হলে রাজপথের কর্মীর কোন বিকল্প নাই। রিক্সাওয়াল ভ্যান গাড়িওয়াল কৃষক দিনমজুর নৌকার মাঝি কুলি কৃষক খেটে খাওয়া মেহনতি মানুষ গুলিকে একত্রিত করতে হবে। এই লোকগুলির কাছে কোন অর্থ নেই এদের ঘরে ভালো খাবার নেই গায়ে ভালো পোশাক নেই এদের বিলাস বহুল বাড়ি গাড়ি কিছুই নেই। এদের আছে আত্ম সম্মানবোধ এরা কখনোই নেত্রীর সাথে জাতির সাথে প্রতারণা করতে পারেনা। তাই কৃষক রত্ন বঙ্গবন্ধুর তনয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আকুল আবেদন আপনি এদের জন্য অনেক কিছু করেছেন এরাও তার বিনিময়ে আপনার জন্য জীবন উৎসর্গ করতে বিন্দুমাত্র কৃপন করত না। তাই জাতীয় নির্বাচনের আগে আপনার সিনিয়র নেতারা যেন কর্মীকে মূল্যায়ন করে সেই দিকটি আপনি তদারকি করবেন। মানুষকে ভয় দেখিয়ে তার জায়গা সম্পত্তি আত্মসাৎ করা যায় তাকে তার কর্মস্থল থেকে সরিয়ে দেওয়া যাই। কিন্তু মনের বিরুদ্ধে ভালোবাসা পাওয়া যায় না।
লেখক পরিচিতি: হাসনা হেনা সুইটি
সহ সভাপতি
শাহবাগ থানা, ঢাকা মহানগর দক্ষিণ
বাংলাদেশ কৃষকলীগ।