বেরোবি প্রতিনিধি,
মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করায় শহীদ আবু সাইদের ক্যাম্পাস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে রায় ঘোষণার খবর শুনে বিশ্ববিদ্যালয়ের ১নং গেট থেকে একটি মিছিল বের হয়ে শহীদ আবু সাঈদ চত্বর প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে মিষ্টি বিতরণের মাধ্যমে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
মিছিলে শিক্ষার্থীরা ‘এ মুহূর্তে খবর এলো খুনি হাসিনার ফাঁসি হলো’, ‘দিল্লি থেকে ঢাকায় আন, ফাঁসিতে ঝুলিয়ে দাও টান’, ‘আবু সাঈদ-মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ স্লোগানে মুখরিত করে তোলে শহীদ আবু সাঈদ চত্বর।
বেরোবি শিক্ষার্থী ও আবু সাইদের সহযোদ্ধা মো. রহমত আলী বলেন, এই রায় আমাদের ছাত্র জনতার জয়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে অতি দ্রুত এই খুনিদের দেশে নিয়ে এসে এই রায় কার্যকর করা হোক। তবে আমাদের ছাত্র-জনতার সংগ্রাম সফল হবে।
আরেক সহযোদ্ধা আহমাদুল হক আলবীর বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের যে গণহত্যা চালিয়েছে তাকে যদি বাংলাদেশের প্রত্যেকটা ফাঁসির কাসটে ঝুলানো হয় তবুও তার পাপের প্রায়শ্চিত্ত হবে না। তার নিজের গড়ানো ট্রাইব্যুনালে বিগত সময়ে যে বিচারক হত্যাকাণ্ড চালিয়েছে সেই প্রতিষ্ঠানে আজকে তার ফাঁসির রায় দেওয়া হয়েছে। আমরা উচ্ছ্বসিত আমরা আরো বেশি খুশি হব যখন তাকেসহ এই খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে।
বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, জনগণের পাশে না দাঁড়িয়ে তার বিপরীতে গিয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে সাবেক সরকার প্রধান ফ্যাসিস্ট শেখ হাসিনা। আজ তার ফাঁসির রায় এসেছে। এর মাধ্যমে সামনে যারা সরকার প্রধান হবে তাদের নিজেদের জায়গা থেকে সতর্ক থাকতে হবে।