শ্রীমঙ্গল স্বেচ্ছাসেবক দলের ৩১ দফার আলোচনাসভায় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী

শনিবার, নভেম্বর ১৫, ২০২৫

 

মৌলভীবাজার প্রতিনিধি।।

স্বেচ্ছাসেবক দলের মুল কাজই হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। আর তারেক রহমানের ৩১ দফাও একটি সুন্দর ও স্বনির্ভর বাংলাদেশ গঠনের দফা।

শ্রীমঙ্গল স্বেচ্ছা সেবক দলের ৩১ দফার আলোচনাসভায় এ কখা বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী। তিনি বলেন, এই ৩১ দফা ঘরে ঘরে পৌছে দিয়ে মানুষের আস্তা অর্জনে স্বেচ্ছাসেবক দলই বড় ভূমিকা রাখতে পারে।

 

শনিবার বিকলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা নুরুল আলম সিদ্দিকি, তাজ উদ্দিন তাজু, মুছাব্বির আলী মুন্না, বাদশা মিয়া কাজল ও শামীম আহমদ। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিমুল আহমদ তৈয়ব, যুগ্ম আহবায়ক আব্দুল খালিক তালুকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের জুয়েল আহমদ রানা ও সদস্য সচিব সুহান আহমদ জয়নাল,

 

স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলাল আহমেদ জানান, স্বেচ্ছাসেবক দলের মুল কাজই হচ্ছে পারিশ্রমিক ছাড়া সমাজের জন্য নিরলসভাগে কাজ করে যাওয়া। যে কাজটুকু আমরা প্রতিনিয়ত করেযাচ্ছি। আমাদের কাজের ফসলই হবে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়। তিনি বলেন, শ্রীমঙ্গল উপজেলার পৌরসভা ও ইউনিয়ন পরিষদ প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়েও কমিটি গঠন করা হয়েছে। শতশত নেতাকর্মীরা মাঠে কাজ করছে। আমরা এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌছে দিচ্ছি।