শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান’ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস ইউএনওর

রবিবার, অক্টোবর ৫, ২০২৫

 

জাতির সংবাদ ডটকম।। 

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান’ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস ইউএনওর।

রবিবার (৫ অক্টোবর) সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ও পরিবেশ নষ্ট করে অবৈধ ভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন।

অভিযান শেষে অভিযান চলাকালীন সময়ের কিছু ছবি সংযুক্ত করে উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল এর ফেসবুক পেজে অভিযানের বিষয় উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসার লখেন- জেলা প্রশাসক, মৌলভীবাজার মহোদয়ের নির্দেশনা মোতাবেক আজ সিন্দুরখান ইউনিয়নের লাইংলাছড়া ও উদনাছড়া বালুমহাল পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে সহাকারী কমিশনার (ভূমি), শ্রীমঙ্গল, চেয়ারম্যান, সিন্দুরখান ইউনিয়ন পরিষদ এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, লাহারপুর সাথে ছিলেন।

এ সময় তিনি আরো উল্লেখ করেন- অভিযান চলাকালে এলাকার মানুষের সাথে কথা বলার মাধ্যমে অবৈধ বালু উত্তোলনকারী সম্পর্কে খোঁজখবর নেয়া হয়।

অবৈধ উত্তোলনকারী ও যাদের জায়গায় বালু রাখা হয়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়া যেসব এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হয়’ ওইসব এলাকায় নিয়মিত পরিদর্শন করে প্রতিবেদন প্রদানের জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়।

এদিকে ফেসবুকে উপজেলা প্রশাসন কর্তৃক অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানের খবর দেখে প্রশাসনের এমন কার্যক্রমের প্রশংসা করে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের দিকে নজর দেওয়ার জন্য আহ্বান জানান, মির্জাপুর ইউনিয়নের বাসিন্দা আনু মিয়া নামে এক ব্যক্তি।