শ্রীমঙ্গলে “শিক্ষায় বৈষম্য দূরীকরণে করণীয়” শীর্ষক আলোচনা সভা

বুধবার, অক্টোবর ২৫, ২০২৩

 

জাতির সংবাদ ডটকম।।
বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্য ফোরামের সাথে শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

এমপিও শিক্ষায় বৈষম্য দূরীকরণ ও শিক্ষার মানোন্নয়নে একমাত্র সমাধান জাতীয়করণ শীর্ষক আলোচনা সভা বুধবার (২৫ অক্টোবর) শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অফিসে অনুষ্ঠিত হয়।

 

বেসরকারি  শিক্ষায় বৈষম্য দূরীকরণে করণীয় সম্পর্কে মতবিনিময় করেন বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্য ফোরামের কেন্দ্রীয় সভাপতি মাইন উদ্দিন আহমেদ, সহ সভাপতি আঃ রহমান এবং শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক চক্রবর্তীসহ শিক্ষক নেতৃবৃন্দ।

 

শিক্ষকদের অধিকার আদায়ের আন্দোলনে শ্রীমঙ্গল উপজেলা সবসময় এগিয়ে রয়েছে বলে শ্রীমঙ্গল এর শিক্ষকদের ভূয়সী প্রশংসা করেন নেতৃবৃন্দরা।

 

এসময়ে আরও উপস্থিত ছিলেন ঐক্য ফোরামের কেন্দ্রীয়  সহ সভাপতি বিপ্লব কান্তি দাস, যুগ্ম সম্পাদক মোঃ কামরুজ্জামান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, উপজেলা সহ সভাপতি প্রধান শিক্ষক কামরুল হাছান, প্রধান শিক্ষক নিশি কান্ত দেব, সহ প্রধান শিক্ষক মোঃ ফারুক আহমেদ, সমিতির সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন, কোষাধ্যক্ষ আঃ মুতালিব ও সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।