
শহীদ আহমদ খান।।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, সংখ্যালঘুদের দাবী-দাওয়া আদায়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি শনিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দক্ষিণ সুরমা ও মোগলাবাজার শাখার যৌথ উদ্যোগে বিজয়া পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
পূজা উদযাপন পরিষদ মোগলাবাজার থানা সভাপতি মনমোহন দেবনাথের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা পূজা পরিষদের সাধারণ সম্পাদক নিখিল মালাকার এবং মোগলাবাজার পূজা পরিষদ থানা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ, মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক চন্দন দাশ, পূজা পরিষদ মহানগরের সহ সভাপতি ও ঐক্য পরিষদ মহানগরের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, মহালয়া উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপক কুমার দাস, পূজা পরিষদ সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক শৈলেন কর, মহানগর পূজা পরিষদের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নন্দন চন্দ্র পাল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা পূজা পরিষদের সভাপতি দিপংকর দাস, উজ্জ্বল রঞ্জন চন্দ, পিনাক কান্তি কর, অরিন্দম দাস হাবলু, রাজকুমার পাল রাজু, দিলীপ দেবনাথ, বনমলি দাস, জনর্পন চক্রবর্ত্তী, বিষ্ণু কর, শৈলেন বিশ্বাস অমর দত্ত, শান্ত চন্দ্র মালাকার, নীঠু পাল নিল, সঞ্জয় ঘোষ, সঞ্জয় দাস, বিজ্ঞান দাস, রাহুল রায়, অসীম পাল, রাজন দেবনাথ, দুলন দাস, তপু দাস, বিমল দেবনাথ, শ্যামল দেবনাথ, সুবল চন্দ্র পাল প্রমুখ।
সভায় বক্তারা সিলেট মহানগরী সহ দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানার সকল মন্দিরে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হওয়া বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসন সহ আইন শৃঙ্খলাবাহিনীকে ধন্যবাদ জানান।