সচিবালয়ে অবৈধ প্রবেশে ঠিকাদার সমিতির বিরুদ্ধে তদন্ত দাবি

বুধবার, অক্টোবর ১৫, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সচিবালয়ের ইডেন গণপূর্ত বিভাগে বহিরাগত ঠিকাদার হিসেবে পরিচয়দানকারী বদিউল আলম সুইট নামে এক ব্যক্তির বিরুদ্ধে ভুয়া কাগজপত্র প্রদর্শন, অন্যের ঠিকাদারি লাইসেন্স ব্যবহার এবং অবৈধভাবে সচিবালয়ে প্রবেশের অভিযোগ উঠেছে।

সূত্র জানায়, প্রকৃত ঠিকাদার না হয়েও বদিউল আলম সুইট অন্য এক ঠিকাদারের লাইসেন্স ব্যবহার করে বাংলাদেশ গণপূর্ত ঠিকাদার সমিতি-এর গুরুত্বপূর্ণ পদ—সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। অভিযোগ রয়েছে, তিনি ভুয়া তথ্য ও জাল কাগজপত্র প্রদর্শনের মাধ্যমে এ পদ দখল করেন।

এ ঘটনায় ঠিকাদার সমাজে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এটি সমিতির গঠনতন্ত্র ও যোগ্যতা বিধি লঙ্ঘন, যা সংগঠনের মর্যাদা ও সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে।

এছাড়া অভিযোগ রয়েছে, বদিউল আলম সুইট তার রাজনৈতিক পরিচয় গোপন করে দীর্ঘদিন ধরে সচিবালয়ে অবৈধভাবে প্রবেশ করে বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির বাণিজ্য চালাচ্ছেন। এতে রাষ্ট্রীয় নথিপত্রের গোপনীয়তা ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সচেতন মহল।
উক্ত বিষয়ে সাধারণ ঠিকাদারদের লিখিত অভিযোগ এর পরেও কোন প্রতিকার হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

এবিষয়ে বদিউল আলম সুইট এর মোবাইলে ফোন (০১৭……. ৪৯০) দিয়ে তাকে পাওয়া যায়নি।