।। শাহনাজ পারভীন মিতা ।।
কখনও মনে হয় কড়া নাড়ছে কেউ
মনে মনে জানি আমি নেই ,কেউ নেই,
তবুও কান পেতে রই
সতত কড়া নাড়ার আওয়াজ
টক টক অবিরাম।
সে তো জানে না ,বন্ধ করিনি কবাট,
বন্ধ করিনি মনের দুয়ার,
অপেক্ষায় থাকি রাতভোর
কখন খুলবে আগল!
বলবে আমি এসেছি
এসেছি শৃঙ্খল ভেঙ্গে,
শুধু তোমার তোমারই দ্বারে।
পদ্মপাতার টলমলে হৃদয়ে
দুহাত বাড়িয়ে এই আমি,
শুধুই খুঁজে ফিরি তোমাকেই
যার ছায়া টলটলে জলে,
মনের আয়নায় অবিরত।
বিরহের সানাই বেজে চলে
গহীন বালুচরে মনের ঘরে,
একটি একটি সিঁড়ি ভেঙ্গে
গভীর প্রনয় তিথীতে আমারই দ্বারে ।