সত্যিকারের বন্ধু

বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩

 

।। শারমিন সুলতানা সাথী ।।

সত্যিকারের বন্ধু তারাই যারা আপনার সুখে সুখি আপনার দুঃখে দুঃখী…আপনার বদনাম শুনে কোন প্রতিবাদ ছাড়া যেসব বন্ধু মজা নেয় তিনি আর যাই হোক সত্যিকারের বন্ধুর মধ্যে পড়েন না। বন্ধুত্বে থাকবে নিঃস্বার্থ ভালোবাসা…। যেকোন ভালোবাসার উর্ধে থাকে বন্ধুর ভালোবাসা।

👉সত্যিকারের বন্ধু কখনও আপনার বদনামে সামিল হবেনা বরং আপনার দোষটাকে লুকিয়ে রাখবে। জীবনে এমন বন্ধু থাকলে আর কিছু লাগেনা…। যে বন্ধু আপনার বদনাম না করে আপনার ভুলটা ধরিয়ে আপনাকে ভালোবাসবে, তবুও আপনাকে কারও কাছে ছোট করবেনা।

👉সো-কল্ড বন্ধু থাকার থেকে না থাকাটা ভালো… এতে আপনার জীবনে ভালো কিছু বয়ে আনবেনা শুধুমাত্র আপনার বদনাম ছাড়া।

👉সবচেয়ে সুন্দর সম্পর্কের মধ্যে একটা সম্পর্ক হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক। যাকে নির্দিধায় মনের সব কথা খুলে বলতে পারেন নিঃসন্দেহে এমন বন্ধু পেলে আপনি সত্যিই অনেক লাকী। ভালো থাকবেন সবাই।। আসসালামু অলাইকুম।