সন্ত্রাস চাঁদাবাজ ও মাদকমুক্ত মিরসরাই গড়তে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে ঐকবদ্ধ থাকতে হবে- নুরুল আমিন চেয়ারম্যান

শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৪

 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ 

মিরসরাই উপজেলার মিঠাছড়া মাদ্রাসা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৯ নং সদর ইউনিয়নের অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৮ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে সমাবেশ শুরু হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান।

 

এম জাহিদুল ইসলাম ভুঁইয়া আরিফ এর সঞ্চালনায় ও যুগ্ম আহবায়ক রবিউল হোসেন রবির সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন। আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজি, মিরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হোসাইন, ৯ নং

ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাইন উদ্দিন কোম্পানি, মিরসরাই থানা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফোরকান উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথি চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান বলেন, পতিত সরকারের নেতারা বলেছিল আওয়ামীলী ক্ষমতা ছাড়লে হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা বাংলাদেশের থাকতে পারবে না। তাদেরকে থাকতে দিবে না। রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকবে। ৭ লাখ মানুষ মারা যাবে। এটা তাদের অপরাধ অপকর্মের ভয়ের ভাষা। বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দেওয়ার জন্য কথাগুলো তারা বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছিল। সনাতন ধর্মের হিন্দু পরিবারের উপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো আক্রমণ করে নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্ত্রাসে বিশ্বাস করে না, গণতন্ত্রে বিশ্বাস করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শান্তিতে বিশ্বাস করে। আমার দলের কোন নেতাকর্মী সন্ত্রাস চাঁদাবাজের সাথে জড়িত থাকার অভিযোগ থাকলে দলের সিদ্ধান্ত কঠিন থেকে কঠোরভাবে সংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আজকের সমাবেশ ডেকেছি মুলতঃ সবাইকে একটি মেসেজ দেওয়ার জন্য। এক নম্বর মেসেজ সন্ত্রাস মাদক চাঁদাবাজ মুক্ত মিরসরাই গড়তে হবে। কয়েকটি সংগঠন মিলে কিছু অপপ্রচার গুজবে লিপ্ত হয়েছে। চেষ্টা করেছে আমাদের আমাদের দলকে চিহ্নিত চাঁদাবাজ জিকির তুলে অপপ্রচার করছে। নিজের নাক কেটে আওয়ামী লীগ ভারতকে খুশি করার জন্য দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সবাইকে সোস্যাল মিডিয়ায় সোচ্চার থাকতে হবে।

আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। তত্ত্বাবধায়ক সরকারের অধিনে সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।