জাতির সংবাদ ডটকম।।
সন্ত্রাস,নৈরাজ্য, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে ও গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ডেমরা থানা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আজ শনিবার দুপুরে রাজধানী ডেমরার ষ্টাফ কোয়ার্টার এলাকায় ঢাকা মহানগর দক্ষিন বিএনপি সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক ঢাকা-৫ সংসদীয় আসনে বিএনপির প্রধান সমন্বয়ক আলহাজ্ব নবী উল্লাহ নবীর সার্বিক তত্বাবধানে ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি এস এম রেজা চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামানের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে ডেমরা থানা বিএনপি নেতা এস এম রেজা চৌধুরী সেলিম ও মোঃ আনিসুজ্জামান বলেন,বিগত ১৭ বছর স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে আওয়ামী লীগের নেতাকর্মী দ্বারা জুলুম, হত্যা,নির্যাতন,ধর্ষন,সন্ত্রাসী কার্যকলাপ এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন কর্তৃক গুলি করে বহু ছাত্র ও জনতা ভাইদেরকে হত্যা করেছে।
অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহবান জানিয়ে নেতৃবৃন্দ বলেন,স্বৈরাচারী শেখ হাসিনাসহ তাদের দোসরদের দ্রুত সময়ের ভিতরে বাংলাদেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচার করুন।
নইলে এদেশের মানুষ আপনাদেরকে ও আমাদের কাউকেই ক্ষমা করবে না।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আওয়ামী অনুপ্রবেশ কারীরা বিএনপির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন জায়গায় সন্ত্রাস,চাঁদাবাজী,নৈরাজ্য ও মাদক ব্যবসাসহ অবৈধ ব্যবসা করছে এবং হুন্ডামহরা দিয়ে এলাকায় আতঙ্ক তৈরি করে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলেও তারা অভিযোগ করেন।
সমাবেশের পরে বিক্ষোভ মিছিলে এসময় উপস্থিত ছিলেন ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ডেমরা থানা বিএনপি নেতা মোঃ মনির হোসেন খান,মোঃ আওলাদ হোসেন, ৬৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর হোসেন ভুঁইয়া, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার,৬৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মোঃদুলাল ভুইঁয়া,৬৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম সারোয়ার লিটন সাধারণ সম্পাদক জাকির হোসেন খান,সাংগঠনিক সম্পাদক মীর দেলোয়ার হোসেন,মোঃ শাহীন মিয়া, ৬৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাই,৭০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ গরিব উল্লাহ, সাধারণ সম্পাদক আবু নোমান বেপারী, ডেমরা থানার যুবনেতা ডাঃ রফিকুল ইসলাম, হাবিবুর রহমান,মোঃরাসেল খান রাকিব, ডেমরা থানা স্বেচছাসেবক দলের সাবেক সভাপতি শওকত আকবর, ডেমরা থানা ছাত্রদলের আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব তৌফিকুর রহমান শাওন,স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মানিক,শ্রমিক দলের সদস্য সচিব মাজহারুল ইসলাম,কৃষক দলের আহবায়ক মোঃ শ্যামল,ডেমরা থানা তাতীদলের আহবায়ক জুলহাস শেখ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।