সন্দীপন সাংস্কৃতিক সংস্থার নব গঠিত কমিটির পরিচিতি ও ১০৬ তম সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত

বুধবার, মে ২৮, ২০২৫

 

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক

 

 

শুক্রবার ( ২৩ মে ) ময়মনসিংহ জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সন্দীপন সাংস্কৃতিক সংস্থা তার গৌরবময় ৫০ বছরের অধিক সময়ের পথচলার অংশ হিসেবে নব গঠিত নির্বাহী কমিটির পরিচিতি অনুষ্ঠান ও ১০৬ তম ঘরোয়া সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত ছিলেন জেলার সংস্কৃতি অনুরাগী বিপুল দর্শক-শ্রোতা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুল আলম। তিনি তাঁর বক্তব্যে সন্দীপনের দীর্ঘদিনের সাংস্কৃতিক অবদানকে স্মরণ করে বলেন, “সন্দীপন শুধু একটি সংগঠন নয়, এটি একটি সাংস্কৃতিক আন্দোলনের নাম, যা ৫০ বছরের অধিক সময় ধরে ময়মনসিংহের সাংস্কৃতিক পরিমণ্ডলে একটি উল্লেখ যোগ্য ভূমিকা পালন করে আসছে।”

 

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন নির্বাহী পরিচালক মোঃ মাহবুব হোসেন শরীফ। তিনি নবগঠিত নির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। প্রধান উপদেষ্টা কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের প্রতি আন্তরিক সহযোগিতার আহ্বান জানান।

 

পরে সন্দীপন সাংস্কৃতিক সংস্থার সংগীত বিভাগের পরিচালক ওস্তাদ চয়ন সেনের তত্ত্বাবধানে পরিবেশিত হয় এক অনবদ্য সাংস্কৃতিক সন্ধ্যা। এতে অংশ নেন সংগঠনের প্রবীণ ও নবীন শিল্পীবৃন্দ। সংগীতানুষ্ঠানে এক মনোমুগ্ধকর দেশাত্ববোধক, রবীন্দ্র – নজরুল ও আধুনিক সংগীত পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে তোলে।

 

১৯৭৩ সালে নগরীর সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত মোতাহার হোসেন বাচ্চুর হাত ধরে প্রতিষ্ঠিত সন্দীপন সাংস্কৃতিক সংস্থা দীর্ঘ পাঁচ দশক ধরে ময়মনসিংহে সাংস্কৃতিক চর্চার একটি নির্ভরযোগ্য কেন্দ্র বিন্দু হিসেবে কাজ করে যাচ্ছে। সংগঠনটি সংগীত, নৃত্য, আবৃত্তি, নাট্যচর্চা সহ বিভিন্ন শিল্প শাখায় প্রশিক্ষণ প্রদান করে আসছে। প্রতি বছর শিশু-কিশোরদের অংশগ্রহনে মোতাহার হোসেন বাচ্চু স্মৃতি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এছাড়াও জাতীয় দিবসসমূহে আয়োজিত অনুষ্ঠান, সেমিনার ও কর্মশালার মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার এক নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে।

এই সংগঠন থেকে বহু খ্যাতিমান শিল্পী জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হয়েছেন, যা সন্দীপনের সৃজনশীল কার্যক্রমের একটি বড় স্বীকৃতি।

 

সন্দীপন সাংস্কৃতিক সংস্থার এ ধরনের উদ্যোগ আগামী প্রজন্মের মধ্যে দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে ছড়িয়ে দিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে। নবগঠিত নির্বাহী কমিটির নেতৃত্বে সংস্থাটি আরও সমৃদ্ধ ও গতিশীল হবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।