সরিষাবাড়ীতে জমির বিরোধ নিয়ে সংঘর্ষে আহত ৭

বৃহস্পতিবার, জানুয়ারি ৩০, ২০২৫

 

জামালপুর প্রতিনিধিঃ-

জামালপুরের সরিষাবাড়ীতে জমির বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা এলাকায় এ ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

আহতরা হলেন- রুস্তম শেখ, সুজন মিয়, সোনা বানু, সুন্দরী, নুর ইসলাম, বাবু মিয়া ও ঝর্ণা বেগম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাতপোয়া ইউনিয়নের আদ্রা এলাকায় ৩৩ শতাংশ জমি নিয়ে রুস্তম ও আব্দুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ বৃহস্পতিবার সকালে রুস্তম জমিতে হাল চাষ করতে যান। এতে বাধা দেন আব্দুর রহমান ও তার লোকজন। এ নিয়ে কথা-কাটাকাটি বাধে। এক পর্যায়ে আব্দুর রহমান ও তার লোকজন রুস্তম শেখের ওপর হামলা চালিয়ে মারধর করতে থাকেন। তার ডাক চিৎকারে পরিবারের লোকজন ফেরাতে গেলে তাদেরকে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া বলেন, ‘বিষয়টি শুনেছি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।