
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
পাবনা সাঁথিয়া করমজা ইউনিয়ন যুবদলের উদ্যোগে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাবনা নিয়ে গণ সাক্ষাৎ কর্মসূচি লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে করমজা ঈদগাহ মাঠে গণ সাক্ষাৎ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদল নেতা ও পাবনা – ০১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুল হক মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সাঁথিয়া উপজেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহম্মদ বিল্পব।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাঁথিয়া ঊপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রাজা, সদস্য সচিব মিজানুর রহমান বাবুল, সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাঁথিয়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুজ্জামান রিপন ,যুবদল নেতা ইব্রাহিম হোসেন ,আতিকুজ্জামান সজল, ইব্রাহীম হোসেন রাতুল ইসলাম রানা এ সময় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।