
সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় খেলনা পিস্তল নিয়ে ডাকাতি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে দুই যুবক। আটককৃতরা হলেন-সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের ঝন্টু মোল্লার ছেলে সুজন(২২) ও একই গ্রামের বেলাল ব্যাপারীর ছেলে রাজীব হোসেন(২০)।সোমবার(২৮জুলাই)রাত আটটার দিকে উপজেলার কাশিনাথপুর বাজারের চাউল পট্টী এলাকায় এ ঘটনা ঘটে।আটকের পর গণধোলাই দিয়ে তাদের সাঁথিয়া থানায় সোপর্দ করেছে স্থানীয় জনতা। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার(ওসি)আনিসুর রহমান।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে,উপজেলার কাশিনাথপুর বাজারের খান রাইস মিলের মালিক শামসুর রহমানের মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেবার চেষ্টা করে ওই দুই যুবক।এ সময় বাজারের ব্যবসায়ী ও জনতা এগিয়ে এসে ডাকাতদের হাতেনাতে খেলনা পিস্তলসহ আটক করে। খবর পেয়ে পুলিশ ওই দুই যুবককে থানায় নিয়ে আসেন।
খান রাইস মিলের মালিক শামসুর রহমান জানান,প্রতিদিনেরমত তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের কাজে ব্যাস্ত ছিলেন। সন্ধ্যার পরে দুই যুবক তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তার মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেবার চেষ্টা করলে তার চিৎকারে বাজারের ব্যবসায়ী ও জনতা এগিয়ে এসে ডাকাতদের হাতেনাতে খেলনা পিস্তলসহ আটক করে।
স্থানীয় কয়েকজন ব্যবসায়ীরা জানান,ওই যুবকরা থানা পুলিশ বা আদালত থেকে বের হয়ে আসার পর তারা এলাকায় এসে আবার অপরাধ করবে বলে এ নিয়ে তারা ভীষণ শঙ্কায় রয়েছেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার(ওসি)আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার(২৯জুলাই) পাবনা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।