সাঁথিয়ায় (পাবনা)সংবাদদাতা :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাঁথিয়া পৌর শাখার উদ্দ্যোগে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সাঁথিয়া সরকারী মডেল পাইলট স্কুল মাঠে সাঁথিয়া উপজেলা যুব জামায়াতের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও ছাত্রনেতা খান আসলাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলার সাধারণ সম্পাদক আব্দুল গফফার খান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক আমিরে জামায়াত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর সুযোগ্য পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা যুব জামাতের সভাপতি এডভোকেট আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাও:মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান,পৌর আমের হাফেজ আব্দুল গফুর প্রমুখ।