সাঁথিয়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরে বসবাসকারী মজিদকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ

মঙ্গলবার, এপ্রিল ১১, ২০২৩

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:

তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে পাবনার সাঁথিয়ায় প্রধানমন্ত্রীর উপহারর ঘরকে কেন্দ্র করে আব্দুল মজিদ মােল্লাক হাসুয়া দিয়ে কুপিয়ে হাসপাতাল পাঠিয়েছে একই জায়গায় বসবাসকারী প্রভাবশালী সিদ্দিক ও তার সহযােগিরা। ঘটনাটি ঘটছে সোমবার বিকেলে সাঁথিয়া পৌরসভার পূর্বভবানীপুর আশ্রয়ণ প্রকল্পে। এ ঘটনায় গুরুত্বর আহত মজিদ মােল্লার স্ত্রী আন্জুয়ারা খাতুন বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি অভিযাগ দায়ের করেন।

 

অভিযোগ জানা যায়, বাড়ি ও জমি থাকা সত্ত্বও আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী প্রভাবশালী সিদ্দিক গংরা একই জায়গায় বসবাসকারী গৃহহীন আব্দুল মজিদ মােল্লার ঘরের সামনে মাটি কাটতে গেলে তাদের নিষেধ করায় সিদ্দিক, ইদ্রিস এর স্ত্রী আমেনা খাতুন, কামরুল হাসানসহ কয়েকজন মজিদর ওপর হামলা করে। তাকে এখান থেকে উচ্ছেদ করে দিবে বলে হুমকি দেয়। এ পর্যায়ে সিদ্দিক হাসুয়া দিয়ে মজিদের মাথায় কােপ দিলে সে গুরুতর আহত হয়। মজিদের পরিবার দ্রুত তাকে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মজিদের স্ত্রী বাদী হয়ে সাঁথিয়া থানায় অভিযােগ দায়ের করে। অভিযােগে বলেন আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী সিদ্দিক ও ইদ্রিসদের নিজস্ব বাড়ি ও জমি থাকা সত্ত্বেও সু-কৌশলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তাদের নামে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নেয়।

 

সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, অভিযােগ পেয়েছি। তদন্ত চলছে। ভুক্তভােগী চাইলে প্রয়ােজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবাে।