এম এ হাই,সাঁথিয়া(পাবনা) প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় পাবনার সাঁথিয়ায় শুক্রবার বর্ণাঢ্য আয়ােজনে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপণ করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়ােজনে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা,সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরুস্কার বিতরণ করা হয়েছে। সকাল ৯.৩০ টায় র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে জেলা পরিষদ অডিটারিয়ামে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হােসেনের সভাপতিত্বে সাঁথিয়া উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় কবিতা আবৃত্তি,সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ইভেন্টে বিজয়ীদর মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান উপস্থিত ছিলেন, সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলােয়ার, সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান আলী খান, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান সােহল রানা খােকন,সেলিমা সুলতানা শিলা, মুক্তিযাদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযাদ্ধা আব্দুল লতিফ, বীরমুক্তিযাদ্ধা শামসুল হক টুকু কলেজের অধ্যক্ষ আব্দুল দাইন সরকার, সাঁথিয়া সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল আলম মজনু, সাঁথিয়া প্রস ক্লাবর সভাপতি মানিক মিয়া রান্না, সহসভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল হাই, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রী ও সুধিজন।