সাঁথিয়ায়  বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল

শনিবার, মার্চ ১৫, ২০২৫

সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি :

পাবনার সাঁথিয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

এ উপলক্ষে শনিবার ( ১৫ মার্চ) বিকেলে সাঁথিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে  সাঁথিয়া পৌর বিএনপি ও তার অংগসহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত এক আলোচনা সভায় সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে ও ‍ যুবদল নেতা জাহিদুজ্জামান রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব বিশিষ্ট সাংবাদিক ও টকশো ব্যক্তিত্ত্ব এম, এ আজিজ।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপি’র আহবায়ক খাইরুন নাহার মিরু, যুগ্ন আহবায়ক মীর নাজমূলবারি নাহিদ। এ সময় আরও বক্তব্য দেন পৌর কৃষকদলের সাবেক আহবায়ক নুরুল আমিন নান্নু, সদস্য সচিব তোফাজ্জল হোসেন, সাবেক ছাত্র নেতা আশিক ইকবাল রাসেল প্রমূখ্ এ ছাড়া বিএনপি ও তার অংগসহযোগী সংগঠনের নেতাকর্মীগণ বক্তব্য দেন। শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাজার মসজিদের মুয়াজ্জিন মাও:মিন্টু মিয়া।