সাঁথিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪

 

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধ : বৃহস্পতিবার (২৮ জুলাই) পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর ও

সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মোকলেছুর রহমান, সাঁথিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও বিএনপি’র কেন্দ্রীয় মামলা বিষয়ক প্রধান সমন্বয়ক সালাহ উদ্দিন খান, সাঁথিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আনিসুর রহমান, সাঁথিয়া পৌর বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম বন্দে, সাঁথিয়া পৌর জামায়াতের আমির হাফেজ আব্দুল গফুর সাঁথিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ফারুক হোসেন, পাবনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক ফরহাদ, শাওন , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাঁথিয়া উপজেলা প্রতিনিধি রুহুল আমিন, আরিফুল ইসলাম, কাউসার হোসেন প্রমুখ এ সময় নিহত ও আহতদের পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।