সাঁথিয়ায় মরহুম লুৎফুন্নেছা বেগম স্মৃতি দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত 

সোমবার, জুলাই ৩, ২০২৩

এম এ হাই সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার সাঁথিয়ায় প্রথমবারের মতো শুরু হয়েছে মরহুম লুৎফুন্নেছা স্মৃতি দাবা প্রতিযোগিতা। সোমবার (২ জুলাই) দৌলতপুর শেখ রাসেল টেকনিক্যাল স্কুলের হল রুমে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ডেপুটি স্পিকার এ্যাড. শামসুল হক টুকু । দৌলতপুর যুব সংঙ্গের উদ্যোগে এ দাবা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৫টি উপজেলার স্কুল-কলেজে পড়ুয়া ছাত্রছাত্রী সহ বিভিন্ন শ্রেণীপেশার মোট ২০ টি দল। তৃণমূল পৰ্যায় থেকে তৈরি হয়ে জাতীয় পর্যায়ে খেলার স্বপ্ন দেখছেন দাবাড়ুরা।

 

আয়োজকরা বলছেন, নিয়মিত বিভিন্ন রকমের খেলাধুলার আয়োজন করলে সমাজ থেকে দূর হবে সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিংসহ সামাজিক বিভিন্ন অপরাধ।

সরেজমিনে ঘুরে দেখা যায়, সারিবদ্ধভাবে দলে দলে ডাবা খেলায় অংশ নিচ্ছেন বিভিন্ন বয়সের খেলোয়াড়রা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান আলী খান, সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, উপজেলা চেয়ারম্যান (চলতি দায়িত্ব) সোহেল রানা খোকন, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা সুলতানা শিলা,সাঁথিয়া প্রেস ক্লাব সভাপতি মানিক মিয়া রানা সাধারণ সম্পাদক এম এ হাই, গণমাধ্যম কর্মীসহ এলাকার ক্রীড়ামোদী সুধীজন।

 

পরে ডেপুটি স্পিকার পল্লী একতা উন্নয়ন সংস্থা (রুডো) এবং এ্যাসিষ্ট্যান্স ফর সোসাল নেটওয়ার্কিং এন্ড একটিভিটিস(আসনা) এর আয়োজনে সাঁথিয়া চক্ষু হাসপাতালের তত্ত্বাবধায়নে বিনা মূল্যে চোখের ছানি অপারেশনের উদ্বোধন করেন।