সাঁথিয়ায় মাদরাসা শিক্ষার্থীদের নাজেরা কোরআন পাঠ উদ্বোধন

বুধবার, আগস্ট ২৭, ২০২৫

 

সাঁথিয়া (পাবনা )প্রতিনিধিঃ

“যোগ্য নেতৃত্ব ও আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে” পাবনার সাঁথিয়ায় জান্নাতুল আতফাল মাদরাসার শিক্ষার্থীদের নাজেরা কোরআন পাঠের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার ( ২৭ আগস্ট) সকালে উপজেলা হলরুমে জান্নাতুল আতফাল মাদরাসার প্রধান শিক্ষক মাসুদ হোসেনের সভাপতিত্বে অতিথির বক্তব্য দেন,সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) সুলতান আহমেদ,এ সময় আরো বকতব্য দেন পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল গফুর, ইমাম হোসেন একাডেমির প্রধান শিক্ষক মোস্তফা কামাল মানিক,সাঁথিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ফারুক হোসেন, প্রভাষক আব্দুল হাই প্রমুখ।
এসময় অত্র মাদরাসার শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, সাঁথিয়ার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

কোরআন পাঠ উদ্বোধন অনুষ্ঠানে ৩০ জন শিক্ষার্থীদের পবিত্র আল কোরআন পাঠ করান হাফেজ মাওলানা আবু ইউসুফ।
অনুষ্ঠান শেষে দরিদ্র শিক্ষার্থীদের কোরআন ক্রয়ের অর্থ মাদরাসার প্রধান শিক্ষকের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না।
অনুষ্ঠানে ঢুকতেই চোখে পরে ছোট শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা যা খুবই “মনমুগ্ধকর”।