সাঁথিয়ায় যুবদলের গণ সাক্ষাৎ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫

জাতির সংবাদ ডটকম।।

পাবনা সাঁথিয়ার ধুলাউরিতে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাবনা নিয়ে গণ সাক্ষাৎ কর্মসূচি ,লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৮ ফেব্রুয়ারী) বিকালে ধুলাউরি বাজার সংলগ্ন ধূলাউরি উচ্চ বিদ্যালয় মঠে গণ সাক্ষাৎ কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদল নেতা ও পাবনা – ০১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুল হক।

 

ধুলাউরি ইউনিয়ন যুবদলের সভাপতি আক্তার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বকতব্য রাখেন জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহম্মেদ হিমেল রানা।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহম্মেদ বিপ্লব, যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রাজা, সদস্য সচিব মিজানুর রহমান এ সময় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।