সাঁথিয়া(পাবনা) সংবাদদাতা : শিক্ষা সপ্তাহ উপলক্ষে সােমবার দুপুরে পাবনার সাঁথিয়ায় ‘মানসম্মত প্রথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদশ গড়ার দীক্ষা’ শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হােসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলােয়ার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যার সােহল রানা খােকন এবং সেলিমা সুলতানা শিলা, আরো বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক অধ্যক্ষ আব্দুদ দাইন, সাঁথিয়া প্রেস ক্লাব সভাপতি মানিক মিয়া রানা, সাংবাদিক খালেকুজ্জামান পান্নু, প্রধান শিক্ষক শাহ আলম তারিকুজ্জামান, শামছুর রহমান, আমিনুল ইসলাম প্রমুখ। বক্তারা মানসম্মত প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যাগের কথা তুলে ধরেন। তারা বলেন সরকারি সহযাগিতা সুষ্ঠু ভাবে কাজ লাগাতে পারলে প্রাথমিক শিক্ষার গুণগত মাণ আরো বাড়বে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক এবং গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।