এম এ হাই সাঁথিয়া প্রতিনিধি:
পাবনা সাঁথিয়ায় ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু।
ডেপুটি স্পিকার বলেন, ১৭ এপ্রিল বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন আজ ।১৯৫৭ সালে ২৩ জুন পলাশীর আম্রকাননে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল ঠিক তেমনি ভাবে ১৯৭১ সালের ১৭ জুন মেহেরপুর মুজিবনগরের আম্রকাননে স্বাধীনতার সূর্য উদিত হয়। গঠিত হয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের প্রথম সরকার। এ সময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।