সাঁথিয়ায় ভূমিসেবা সপ্তাহ উদ্বােধন

শনিবার, জুন ৮, ২০২৪

এম এ হাই,সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:

‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ শ্লােগানকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যােগে এবং সাঁথিয়া উপজেলা ভূমি অফিসর আয়োজনে শনিবার (৮জুন) পাবনার সাঁথিয়ায় ভূমিসেবা সপ্তাহের-২০২৪ উদ্বােধন করা হয়েছে।

 

সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাঁথিয়া উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) রিফাতুল হক এর সঞ্চালনায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উদ্বােধন পরবর্তি আলাচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন , সাঁথিয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সােহেল রানা খােকন। অন্যান্যদের মধ্যে বক্তব্যদেন, সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান শামসুল হক স্বপন, সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হােসেন, অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযােদ্ধা আব্দুল লতিফ, , সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা, সহ সভাপতি প্রভাষক জালাল উদ্দিন, কার্যকরী সদস্য খালিকুজ্জামান পান্নু, সাংবাদিক আবুল কাশেম প্রমুখ। কোনরকম হয়রানি, ভােগাড়ি ছাড়াই মিলবে স্মাট ভমিসেবা। ভূমিসেবা সপ্তাহ চলবে ৮জুন শনিবার থেকে অগামী ১৪ জুন পর্যন্ত। সাঁথিয়া উপজেলার প্রত্যক ইউনিয়নের দোরগোরায় এ সেবা পৌচ্ছানোর লক্ষে উপজলা ভূমি অফিসে একটি ভূমিসেবা বুথ স্থাপন করেছে। ভূমি বিষয়ক সমস্যা সমাধানের জন্য ফােন করা যাবে ১৬১২২ হটলাইন নাম্বারে। ভমি সংক্রান্ত সেবাগুলার মধ্যে ই-নামজারি, অনলাইন ভমি উনয়ন কর প্রদান, মৌজা ম্যাপসহ ভমি সংক্রান্ত অন্যান্য সেবা প্রদান করা হবে এ সেবা সপ্তাহে।