সাঁথিয়ায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে করণীয় শীর্ষক কর্মশালা

সোমবার, ডিসেম্বর ১৮, ২০২৩

 

সাঁথিয়া(পাবনা) সংবাদদাতা:
পাবনা জেলার সাঁথিয়ায় প্রাথমিক স্কুল পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমরার দুপুরে জোড়গাছা ডিগ্রি কলেজ মিলনায়তনে এই কর্মশালাটি অনুষ্ঠিত ।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাবনা জেলা শিক্ষা অফিসার ।
অন্যান্যদের মধ্যে বক্তব্যদেন, -সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন, মৎস্য কর্মকর্তা খাদেমুল ইসলাম, সাঁথিয়া প্রেস ক্লাব সভাপতি মানিক মিয়া রানা সাধারণ সম্পাদক এম,এ হাই, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন এবং উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠান প্রধানদের ভূমিকা, ম্যানেজিং কমিটির ভূমিকা,অভিভাবকদের করনীয়, বিদ্যমান আইন বিধি-বিধানের ধারনা ও তার সংস্কার, বর্তমান পাঠ্যসূচি সংস্কারের প্রয়োজনীয়তা, জনপ্রতিনিধিদের ভূমিকা, সুশীল সমাজের ভূমিকা, নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথি বলেন, প্রাথমিকের স্কুল পর্যায়ের শিক্ষার উন্নয়ন ঘটাতে হলে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কোমলমতি শিক্ষার্থীদের শুধু মুখস্ত পড়ার দেওয়া যাবে না। তাদের পাঠদানের পাশাপাশি সামাজিক শিক্ষা দিতে হবে। তবেই একটি শিশু পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে উঠবে।