সাংবাদিক খন্দকার মো. জাহাঙ্গীরের মৃত্যুতে ডিএসইসি’র শোক

মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

 

জাতির সংবাদ ডটকম।

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্য ও দৈনিক ইনকিলাবের সিনিয়র সাব-এডিটর খন্দকার মো. জাহাঙ্গীর আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন নাতি, আত্মীয় স্বজন, বহু সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডিএসইসি’র সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান।

 

মঙ্গলবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে ডিএসইসি নেতৃবৃন্দ খন্দকার মো. জাহাঙ্গীরের আত্মার শান্তি কামনায় মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

সংগঠনের দপ্তর সম্পাদক জাফরুল আলম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানান।

 

খন্দকার মো. জাহাঙ্গীর মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোর ৫টা ৩০ মিনিটে সাভারে বড় ছেলের বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসইসি’র সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান।

 

তিনি দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিষ্ঠাকাল থেকে দীর্ঘ সময়কাল সহ-সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। তিনি চৈতার মরহুম পীরে কামেল ইউনুস (রহ.) ভাইয়ের জামাতা ছিলেন। তার প্রথম নামাজের জানাজা সাভার এবং দ্বিতীয় জানাজা পটুয়াখালী জেলাধীন বড় বিঘাই ইউনিয়নে নিজ গ্রামের বাড়ি অনুষ্ঠিত হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।