সাংবাদিক গোলাম রব্বানী দুলালের স্ত্রী ফরিদা ইয়াসমিনের ৩য় মৃত্যুবার্ষিকী আজ

মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ

বগুড়ার আদমদীঘির সান্তাহারে সিনিয়র সাংবাদিক গোলাম রব্বানী দুলালের স্ত্রী ফরিদা ইয়াসমিন–এর ৩য় মৃত্যুবার্ষিকী আজ (২২ জুলাই)।

তিনি ২০২২ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া। ফরিদা ইয়াসমিন ছিলেন একজন অত্যন্ত সদালাপী, দানশীলা ও ধর্মপরায়ণা নারী। পরিবার ও সমাজে তিনি ছিলেন শ্রদ্ধাভাজন ও প্রিয়মুখ।

 

এ উপলক্ষে আজ মঙ্গলবার মরহুমার আত্মার মাগফিরাত কামনায় পারিবারিকভাবে কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

 

সাংবাদিক গোলাম রব্বানী দুলাল তাঁর স্ত্রী’র রুহের মাগফিরাত কামনায় আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছেন।