সাঈদী’র মৃত্যুতে এবি পার্টির শোক

মঙ্গলবার, আগস্ট ১৫, ২০২৩

 

জাতির সংবাদ ডটকম।।

খ্যাতনামা ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেম, সাবেক এম.পি ও রাজনৈতিক ব্যক্তিত্ব আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি ‘এবি পার্টি’র আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী ও সদস্য সচিব মজিবুর রহমান মন্জু।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নেতৃবৃন্দ এক শোক বার্তায় বলেন; আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইন্তেকালে দেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ মানুষদের মতো এবি পার্টিও দূ:খ ভারাক্রান্ত এবং বেদনাহত।

 

অসুস্থ সাঈদীকে বিএসএমএমইউ তে আনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে তাঁর হাসিমুখ ছবি এবং চিকিৎসকদের মারফত তার স্বাস্থ্য সংক্রান্ত ব্রিফিং শুনে মনে হয়েছিল তার অবস্থা তত গুরুতর নয়। কিন্তু আজ হঠাৎ করে তার মৃত্যু সংবাদে পরিবারের সদস্য সহ বহু ধর্মপ্রাণ মানুষের নিকট শোকাতুর পরিস্থিতি তৈরী করেছে। তাঁর চিকিৎসায় কোন গাফেলতি হয়েছিল কিনা তা তদন্ত করা উচিত বলে নেতৃবৃন্দ মনেকরেন।

 

এবি পার্টি নেতৃবৃন্দ বলেন; অত্যন্ত সুবক্তা ও মুফাস্সিরে কুরআন এই ইসলাম প্রচারক দূর্ভাগ্যজনকভাবে স্বৈরাচারী সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ত্রুটিপূর্ণ ও আন্তর্জাতিকভাবে সমালোচিত এক বিচার প্রক্রিয়ার মাধ্যমে দীর্ঘকাল বন্দীদশায় থেকে কারান্তরালেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। আল্লাহ রাব্বুল আলামীনের কাছে আমরা তাঁর সকল গুনাহ মাফের জন্য এবং তাঁকে বেহেশতে উত্তম পুরস্কারে ভূষিত করার জন্য দোয়া করছি। আমরা মরহুমের শোক সন্তপ্ত পরিবার, গুণগ্রাহী, ভক্ত, অনুরক্ত সহ সকলের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।